ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-১৭

তিমুরলেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত

চীনের চংকিংয়ের শীতল আবহাওয়াকে উপেক্ষা করে অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাই পর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করল লাল-সবুজের তরুণ ফুটবলাররা।

বাংলাদেশের হয়ে মানিক দুটি গোল করেন। বাকি তিন গোল করেন রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি ও আকাশ মাহদু।

এদিন, ম্যাচের মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে মানিকের নিখুঁত ক্রস মাথায় নিয়ে জালে পাঠান রিফাত কাজী। ২৮ মিনিটে ব্যবধান আরও বাড়ে। ফয়সালের নেওয়া ফ্রি-কিকের বল ধরে বাঁ পায়ের শটে গোল করেন মানিক।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে আবারও তিমুরলেস্তে বক্সে গোলের দেখা পান মানিক। জটলার মধ্যে তার জোরালো শট জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আক্রমণে ঝাঁপায় লাল-সবুজের তরুণরা। ৪৯ মিনিটে আজাদের দারুণ থ্রু–পাস ধরে ঠান্ডা মাথায় গোল করেন বায়েজিদ বোস্তামি। তিমুরলেস্তে এরপর রক্ষণ সামাল দিতে ব্যস্ত থাকলেও বাংলাদেশের আক্রমণ থামেনি।

শেষদিকে ৮৮ মিনিটে আকাশ মাহদুর দূরপাল্লার শটে ব্যবধান দাঁড়ায় ৫-০। বিপক্ষ দল পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়তে পারেনি বললেই চলে।

বড় জয়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলেছে। প্রথম মিনিট থেকেই হাই প্রেসিং এবং বিল্ড-আপ ফুটবলে মনোযোগ ছিল। শুরুতেই গোল পাওয়ার লক্ষ্য ছিল, সেটি আমরা অর্জন করেছি।