ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৩:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নুসরাত (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত নুসরাতের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার জয়নগর ইউনিয়নে। তার পিতা মো. হাদিস ও মাতা মিতু বেগম।

পরিবারের সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার ৬নং ওয়ার্ডের জামালের মেয়ের বিয়ে হয়েছে পাশ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার জয়নগর ইউনিয়নে। নুসরাত ও তার মা মিতু বেগম নানা বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার সকাল ৮.৩০টার দিকে খেলার অসাবধানতার কারণে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে নুসরাতকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ জানান, ‘শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তে পরিবারের কোনও অভিযোগ না থাকায় নুসরাতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’