ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ভিয়েতনামে বন্যায় নিহত বেড়ে ৫৫

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৩:২৩ পিএম
ভিয়েতনামে বন্যায় বিপর্যস্ত জনপদ। ছবি- সংগৃহীত

ভিয়েতনামে টানা বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীদল।

সংবাদমাধ্যম দ্যা পেনিনসুলার প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে উপকূলীয় নাহা ট্রাং শহরের পুরো এলাকা প্লাবিত হয়েছে। দা লাট পর্যটন কেন্দ্রের আশেপাশের উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস হয়েছে। 

দেশটির পরিবেশ মন্ত্রণালয় শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, রবিবার থেকে ছয় প্রদেশে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে এবং আরও ১৩ নিখোঁজের সন্ধান অব্যাহত রয়েছে। পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে দুই ডজনেরও বেশি লোক মারা গেছে।

মন্ত্রণালয় আরও জানায়, শনিবার একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে এবং ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার বন্যার পানি কমে যাওয়ার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে লোকজনকে উদ্ধার কাজ চালাচ্ছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুসারে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও বিধ্বংসী হচ্ছে।