পাখিদের নিরাপদ আশ্রয় ও প্রজননস্থল নিশ্চিত করতে খুলনার পাইকগাছায় গাছের ডালে মাটির হাঁড়ি ঝুলিয়ে কৃত্রিম বাসা তৈরি করা হয়েছে। এসব হাঁড়িতে শুধু পাখিই নয়, কাঠবিড়ালিও বাসা বেঁধে বংশবিস্তার করছে।
সরেজমিনে দেখা গেছে, নারকেল, সুপারি, খেজুর ও দেবদারুসহ বিভিন্ন গাছের মাথায় ঝুলিয়ে দেওয়া মাটির পাত্রে কাঠবিড়ালিরা পাটের আশেঁলের মতো নরম জিনিস দিয়ে বাসা তৈরি করে বাচ্চা লালন-পালন করছে। পাখিরাও এসব পাত্রে বাসা বানিয়েছে, ডিম পেড়েছে এবং ছানাও ফুটিয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন বনবিবি উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার আট শতাধিক মাটির পাত্র, ছোট ঝুড়ি ও বাঁশের তৈরি বাসা স্থাপন করছে। এ বছর নতুন বাজার সংলগ্ন দেবদারু গাছ এবং গোপালপুর স্কুলের পাশে মেহগনি গাছে ঝুলানো পাত্রে কাঠবিড়ালির বাসা দেখা গেছে।
পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল পাখিদের জন্য নিরাপদ আবাস গড়ে তোলা। এখন সেটি বাস্তবায়ন হচ্ছে। মাটির পাত্রে পাখির পাশাপাশি কাঠবিড়ালিও বাসা বানাচ্ছে-এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে।
তিনি আরও বলেন, দেশে বড় বড় গাছ নির্বিচারে নিধনের ফলে আবাসিক পাখিদের প্রজননস্থল ও নিরাপদ আবাস নষ্ট হচ্ছে। পাখির বিচরণক্ষেত্র শিকারিদের দখলে চলে যাচ্ছে। কৃষক ও জেলেদের অসচেতনতার কারণে অনেক অঞ্চলে প্রাণী-পাখির অভয়ারণ্য হুমকির মুখে পড়েছে।


