স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
অধ্যাপক জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে কেবিনে আছেন। পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে রওনা হন তিনি। পরে তাকে ভর্তি করা হয়।
গত ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন পর বাড়ি ফেরেন।
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা ও লিভারজনিত জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং ‘লন্ডন ক্লিনিকে’ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর সেখানে চার মাস অবস্থান করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। ঢাকায় ফিরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
লন্ডনে চিকিৎসার সময় ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নেন।

