৪১তম কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সুদীপ্ত মন্ডলকে সভাপতি, তনুশ্রী তনুকে সাধারণ সম্পাদক এবং অর্ঘ মন্ডলকে তীর্থকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে খুলনা মহানগরীর বিএমএ অডিটোরিয়ামে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কমিটির অনান্যরা হলেন- সহ-সভাপতি- উত্তম মন্ডল, সহ-সভাপতি- পিয়ার মন্ডল, সহ-সভাপতি ঐশি জ্যোতি গোলদার, সহ-সাধারন সম্পাদক মিনহাজ নাইম, সহ-সাধারন সম্পাদক প্লাবন চন্দ, সহ-সাধারণ সম্পাদক সুজন সরকার, কোষাধ্যক্ষ শ্বাসত মন্ডল, দপ্তর সম্পাদক কাফি আনান, প্রচার সম্পাদক তিতাশ চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা সম্পাদক দিব্যজ্যোতি সাহা, সাংস্কৃতিক সম্পাদক ফাইজুর রহমান শ্রাবন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হিরন মন্ডল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক প্রিতম রাপ্তান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উৎপল ঘোষ।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- সাজু গাজী, প্রবাল রায়, আতাহার সিফাত, রনি মিস্ত্রি, নাহিদ হাসান।
বাকি ২টি পদ ফাঁকা রাখা হয়েছে পরবর্তীতে কাজের মাধ্যমে তাদের যুক্ত করা হবে।
নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাহিদ হাসান।

