মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ অবৈধ নথি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে, যার মধ্যে ১৭৪ জন বাংলাদেশি।
গত বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই বৃহৎ অভিযানে অভিবাসন বিভাগের ৫৪৭ জন সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যাবসায়িক এলাকা, নির্মাণস্থল এবং সবজি খামারে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং হঠাৎ অভিযানের কারণে পালানোর সুযোগ পাননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, এক মাস ধরে অভিযোগ সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এই এলাকা কৃষিকাজে বিদেশি শ্রমিকদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পাহাড়ি ভূপ্রকৃতি, দুর্গমতা এবং শহর থেকে দূরত্ব অনেক হওয়ায় বিদেশিকে এখানে কাজ নিতে উৎসাহিত করছে, আর স্থানীয় কিছু ব্যবসায়ীর বিদেশি শ্রমিক নিয়োগের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করছে।
অভিযানে মোট ১,৮৮৬ জনের নথিপত্র যাচাই করা হয়, এর মধ্যে ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।
আটকদের মধ্যে রয়েছে মিয়ানমারÑ ১৭৫, বাংলাদেশÑ ১৭৪, ইন্দোনেশিয়া- ৬৭, নেপাল- ২০, পাকিস্তান- ১৬, ভারত- ১১, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে। আটকদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু; যাদের বয়স ২০ থেকে ৫৪ বছর। তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের বিভিন্ন অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযানে মোট ৮৩,৯৯৪ বিদেশিকে আটক করা হয়েছে।

