রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেল লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাফরুল থানা এলাকার মেট্রো রেললাইন ৬-এর একটি অংশে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত ট্রেনের সময় নয়, বরং কম ব্যস্ত সময়ে ট্র্যাকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ককটেলগুলোতে ব্যবহৃত ইগনিশন সিস্টেম সঠিকভাবে কাজ না করায় সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলও বন্ধ হয়নি, কিন্তু ঘটনাটি সম্ভাব্য নাশকতার আশঙ্কা তৈরি করেছে।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েক ধাপে ঝুঁকি মূল্যায়ন করে ককটেলগুলো নিরাপদে ট্র্যাক থেকে সরিয়ে ফেলে। পরে সেগুলো নিয়ন্ত্রিত পরিবেশে নিষ্ক্রিয় করা হয়। বোমা বিশেষজ্ঞরা জানান, দুটি ককটেলে বিস্ফোরক উপাদান ছিল এবং সঠিকভাবে বিস্ফোরিত হলে এটি মেট্রোর ট্র্যাক বা এর সরঞ্জামে ক্ষতি করতে পারত।
ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল ট্র্যাকের নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১২ পর্যন্ত এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে।
উদ্ধার করা ককটেল, উপাদান ও অন্যান্য আলামত কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নাশকতা বা সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার চেষ্টা কি না, তা তদন্ত করা হচ্ছে। সিটিটিসি জানিয়েছে, মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরক নিক্ষেপ অত্যন্ত গুরুতর অপরাধ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রযুক্তিগত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

