ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

স্বামীর বাইকে চড়ে শ্বশুরবাড়ি ফেরা হলো না নার্গিসের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১০:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের মণিরামপুরে বাবার বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে (বাইক) চড়ে শ্বশুরবাড়ি ফেরা হলো না গৃহবধূ নার্গিস পারভীনের (৪০)। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আগরহাটি এলাকার স্টার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত নার্গিস যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগা মোড় এলাকার মাংস ব্যবসায়ী ফরহাদ হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় ফরহাদ গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ভাসুর ফিরোজ হোসেন জানান, ‘নার্গিস পারভীন বাবার বাড়ি মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রাম থেকে স্বামী ফরহাদ হোসেনের মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে আগরহাটির স্টার ইটভাটার সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক নার্গিস পারভীনকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই নার্গিস পারভীন মারা গেছেন। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। তার স্বামী ফরহাদের অবস্থাও গুরুতর; পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।’