ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভূমিকম্প নিয়ে আপতত বড় ধরনের ঝুঁকি নেই 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১১:০৫ পিএম
​​​ছবি- সংগৃহীত

দেশে সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে মানুষের মধ্যে উদ্বেগ বাড়লেও বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

সংস্থাটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম বলেন, সাম্প্রতিক কম্পনগুলো মূলত ‘আফটার শক’, যা প্রধান ভূমিকম্পের শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া। এ ধরনের ছোট কম্পন আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অনুভূত হতে পারে।

তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আপাতত বড় কোনো ভূমিকম্পের সম্ভাবনা নেই। গত পরশুর কম্পনটিকে আমরা মেইন শক হিসেবে বিবেচনা করছি। এর আগে যেমন প্রি-শক হয়, পরে তেমনি থাকে আফটার শক।’

বারবার কম্পনের জেরে নরসিংদী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুই ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প হবে’ এমন গুজব ছড়িয়ে পড়ে, যা ভয় আরও বাড়িয়ে দেয়।

এই গুজবকে ভিত্তিহীন বলে কঠোরভাবে নাকচ করেন বিএমডির পরিচালক। তিনি বলেন, ‘ভূমিকম্প নিয়ে নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দেওয়া কারও পক্ষেই সম্ভব নয়। আমরা সবসময় বলছি—বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করুন। এখন যে কম্পনগুলো হচ্ছে, তা শুধুই আফটার শক এবং সেগুলো সবসময় মেইন শকের চেয়ে ছোট হবে।’

মমিনুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের অবস্থান তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। ইউরেশিয়ান প্লেট, ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের মধ্যকার চাপ থেকেই বড় ভূমিকম্প সৃষ্টি হয়। সাম্প্রতিক কম্পনগুলো মূল ফল্ট লাইনের সাবফল্ট থেকে হয়ে থাকতে পারে।’

তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘৫.৭ মাত্রার প্রধান কম্পনকে ভূখণ্ড ধারণ করতে সক্ষম হয়েছে। তাই ৩ বা ৪ মাত্রার আফটার শকে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এগুলো সাধারণত ৭২ ঘণ্টার মধ্যেই থেমে যায়।’

ভূমিকম্প সম্পর্কে গুজব না ছড়ানো এবং কোনো তথ্য পেতে শুধু আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।