জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষে দুষ্প্রাপ্য চারটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। চলচ্চিত্রগুলো হলো: হইতে সুরমা, ঝিরিপথ পেরিয়ে, এ স্নেইল উইদাউট এ শেল, সাউন্ড অব সাইলেন্স।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে নবযুগ মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রামাণিক, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের প্রভাষক কৃপাময় কর।
এ ছাড়াও প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ পরিলক্ষিত হয়।
ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শাহিন আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি তরুণদের সৃজনশীলতা, নান্দনিক দৃষ্টিভঙ্গি ও চলচ্চিত্রবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই এক যুগের যাত্রায় আমরা বিশ্বাস করি—চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও মানবিক বোধের প্রতিফলন। তাই এবারের ফিল্ম স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা সেই চেতনা ও যাত্রার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।
অনুষ্ঠানে ক্লাবের নির্মিত ডকুমেন্টরি ও সদস্যদের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে, যেখানে ফুটে উঠবে সময়, সমাজ ও তরুণদের সৃজনশীল ভাবনা। আমরা সকল চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলচ্চিত্র হোক পরিবর্তনের ভাষা, সৃজনশীলতার অনুপ্রেরণা এবং আগামী দিনের নতুন পথচলার আলো।
অভিনেতা ও সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রামাণিক বলেন, চলচ্চিত্র সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। চলচ্চিত্রের মাধ্যমে সমাজে একটি বার্তা দেওয়া হয়। আজকে যে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হলো, এই চারটিই বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত। হইতে সুরমা আমারই প্রতিষ্ঠান মনপাচিত্র হতে প্রযোজনা করা। আমারই পরিচালনা করা। এখান হতে পরিবেশ দূষণ রোধের একটি বার্তা দেওয়া হয়। চলচ্চিত্র জীবন্ত শিল্প, এটা শুধু বিনোদনের মাধ্যম না। আর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব ফিল্ম এবং স্থিরচিত্র নিয়ে কাজ করে যাচ্ছে। আজ ১২ বছর পূর্ণ হয়েছে, আমি চাই সামনে আরও এগিয়ে যাক এই ক্লাব। ফিল্ম নিয়ে আরও কাজ করুক। আর এই ক্লাবের সাথে আমার সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ক্লাব কর্তৃক আয়োজিত 'আমার চোখে ক্যাম্পাস' ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ক্লাবের এক যুগ বা ১২ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর টিকেটের সৌজন্য মূল্যও ১২ টাকা রাখা হয়।



