বিশ্বমানের শিক্ষার উৎকর্ষতার প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল, মুন্সীগঞ্জ।
গত ২১ নভেম্বর ঢাকার চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত “আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস ২০২৫ (iPLSC)”—এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একাধিক সম্মানজনক পুরস্কার অর্জন করে সবার নজর কাড়ে।
এই মর্যাদাপূর্ণ মঞ্চে স্কুলের শিক্ষার্থী মোত্তাকিন হোসাইন স্নিগ্ধ কম্পিউটিং বিষয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশের জন্য বিরল গৌরব বয়ে আনেন। পাশাপাশি গণিত ও বিজ্ঞান বিষয়ে দুটি কান্ট্রি হাইয়েস্ট অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়েও নিজের মেধা ও দক্ষতার উজ্জ্বল প্রমাণ দিয়েছেন।
স্কুলের আরেক গর্ব মুনতাসির রহমান, ইংরেজি বিষয়ে কান্ট্রি হাইয়েস্ট অ্যাওয়ার্ড অর্জন করে একাডেমিক উৎকর্ষে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছর জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের আরও ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে সেরা ফলাফলের ভিত্তিতে পদক ও সনদপত্র লাভ করেছে। যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সফলতা, মানসম্মত শিক্ষা ও দক্ষ শিক্ষক দলের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল প্রমাণ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন শুধু প্রতিষ্ঠানকেই নয়—পুরো মুন্সীগঞ্জ জেলাকেই আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের বিশ্বজয়ের পথে এগিয়ে নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

