ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জনগণের ব্যাপক অংশগ্রহণই নির্বাচনকে অর্থবহ করবে: আজিজুল বারী হেলাল

খুলনা ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের ব্যাপক অংশগ্রহণে অর্থবহ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে খুলনার রুপসায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল বলেন, ‘খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, দেহকে সুস্থ রাখে। রুপসায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ আমার স্বপ্ন। বহু জাতীয় খেলোয়াড় এই অঞ্চল থেকে উঠে এসেছেন—আমরা সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমরা জয়ী হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার গঠন করব। রুপসীর রুপসার উন্নয়ন কেউ বেহাত করতে পারবে না।’

পরে তিনি বিজয়ী ও পরাজিত দলের হাতে ট্রফি তুলে দেন।

সন্ধ্যায় পদ্মবিলা পানি নিস্কাশন সমিতির সদস্যদের সঙ্গে নির্বাচনি সভায় আজিজুল বারী হেলাল বলেন, ‘রুপসা, তেরখাদা ও দিঘলিয়া অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। ভূগর্ভস্থ পানির ঘাটতি দূর করতে হলে নিরাপদ ও পরিশোধিত পানি সরবরাহ অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘পরিশুদ্ধ পানি নিশ্চিত করা গেলে মানুষের অসুখ-বিসুখ কমবে, তারা আরও স্বাস্থ্যবান হবে। একই সঙ্গে মাদক বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

তিনি দাবি করেন, ‘বিএনপি জনগণের দল এবং জনগণের কল্যাণে কাজ করাই তাদের প্রধান অঙ্গীকার। আপনারা ধানের শীষে ভোট দিন—দেশ ও অঞ্চলকে আমরা মিলেমিশে গড়ব।’

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের জেলা আহ্বায়ক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা বিএনপি সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, শেখ আনিছুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, শেখ আলী আসগর, শাহানুর রহমান খান আরজু, আব্দুস সালাম মল্লিক, মোল্লা রিয়াজুল ইসলাম, আসাফুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, তারেক, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, আসাদুল ইসলাম বিপ্লব প্রমুখ।