ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

হিলি সীমান্তের শূন্যরেখায় বিকল ট্রাক, ২ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরের শূন্যরেখায় আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে সিপি গেটের বিজিবি চেকপোস্টের সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে গেলে দুই দেশের মাঝে পণ্য পরিবহন সম্পূর্ণ থমকে যায়। এ সময় বন্দর এলাকায় তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি ও পণ্যবাহী গাড়ির যানজট। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ট্রাকটি শূন্যরেখায় বিকল হওয়ায় দুই দেশের আমদানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ায় প্রায় দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি চালু হয়েছে। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।