চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির আঙ্গিনায় গর্ত থেকে আশরাফ মিয়া (৫৫) প্রকাশ আশরাফ ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ফকির মোহাম্মদ পাড়ার পূর্ব পাশে নিজ বাড়ির আঙ্গিনা থেকে গর্ত খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আশরাফ মিয়া উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ পাড়ার মৃত ফরিদের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানায়, তিন দিন আগে আশরাফ মিয়া নিখোঁজ হন। আজ ভোরে নিজ বাড়ির উঠানের দক্ষিণ পাশে ঝোপঝাড়ে নতুন মাটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটি খুঁড়ে জায়নামাজ মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘লাশের মাথা ও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’



