কক্সবাজারে তারুণ্যের সমাবেশে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে পরিবর্তনের জন্য শপথ গ্রহণ করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল জনতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে রোববার (২৩ নভেম্বর) বিকেলে কক্সবাজার শহর, সদর রামু ও ঈদগাঁও উপজেলা ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল।
তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থান করেছে, এই তরুণ প্রজন্মরাই বাংলাদেশকে পরিবর্তন করে একটি উন্নয়নশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে।
আগামী নির্বাচনে দেশের সাধারণ জনতার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা সপ্নাসহ বিএনপি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে দেশের তরুণ প্রজন্ম আজ ঐক্যবদ্ধ। এ দেশের মানুষ ছাত্রকে তরুণকে বিশ্বাস করে, তাই জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে। আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে দেশের জন্য ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানান। ৩১ দফার ভিত্তিতে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। তিনি আরও বলেন, ‘আমরা কোনো জাল ভোটের জালিয়াতের নির্বাচন চাই না, আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’
তারুণ্যের সমাবেশে কক্সবাজার সদর রামু ঈদগাও এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণরা এসে সমবেত হয়।


