জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে জেলার কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মী ও সমর্থকরা। মিছিল শেষে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা।
এ সময় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
তারা জানান, জয়পুরহাট-২ আসনে আব্দুল বারীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে—তিনি কখনো রাজনীতি করেননি, তাকে কেউ চেনেন না। অন্যদিকে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ১৭ বছর মাঠে ছিলেন, তাই তাকে মনোনয়ন দিতে হবে। তাদের দাবি না মানলে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।



