ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে ফ্রান্সের জাতীয় ফুটবল দল মার্কিন যুক্তরাষ্ট্রে দুইটি প্রীতি ম্যাচ খেলবে। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়াল্লো এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, লেস ব্লেউরা ২০২৬ সালের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী মার্চে কলম্বিয়ার সঙ্গে ফ্লোরিডা এবং ব্রাজিলের সঙ্গে বস্টনে মুখোমুখি হবে। আন্তর্জাতিক ম্যাচের উইন্ডো মার্চ ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত।

ডিয়াল্লো বলেন, কিছু এখনও চূড়ান্ত হয়নি, তবে আমরা আশা করছি মার্চে আমেরিকান মাটিতে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে খেলতে পারব। যেহেতু বিশ্বকাপও সেখানে অনুষ্ঠিত হবে, এটি একটি সঠিক সুযোগ।

তিনি আরও বলেন, ব্রাজিল সীডেড, তাই নিশ্চিতভাবে আমরা গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হব না। কলম্বিয়া হতে পারে আমাদের প্রতিপক্ষ, যা নিয়ে আমরা কোচ দিদিয়ের দেশঁ-এর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

বিশ্বকাপ ড্র ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে, যেখানে ফ্রান্স সীডেড থাকবে এবং কলম্বিয়া পট ২-এ থাকবে।

ফ্রান্সের দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশঁ বিশ্বকাপ শেষে পদত্যাগ করবেন। এই প্রসঙ্গে ডিয়াল্লো জানান, মার্চের প্রীতি ম্যাচের পাশাপাশি জুনে ফ্রান্সের মাটিতে আরও দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যাতে দেশঁ ফরাসি ভক্তদের সামনে শেষবার কোচ হিসেবে মাঠে উপস্থিত হতে পারেন।