ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দ্বিতীয় টেস্টে মুথুসামি–ইয়ানসেনের ঝড়ে চাপে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৩০ পিএম
মার্কো ইয়ানসেন। ছবি- সংগৃহীত

গুয়াহাটিতে ভারত–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটি সম্পূর্ণভাবে দখলে রাখল প্রোটিয়ারা। টেইল এন্ডারদের জুটিতেই ভারতীয় বোলারদের সবচেয়ে বেশি ভুগতে হলো। সেনুরান মুথুসামি করলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, আর মার্কো ইয়ানসেন খেললেন দুর্দান্ত ৯৩ রানের ইনিংস। তাদের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৪৮৯ রানে।

দ্বিতীয় দিনের শুরুতে কাইল ভেরেইনের সঙ্গে সতর্ক শুরু করেন মুথুসামি। দু’জন মিলিয়ে যোগ করেন ৮৮ রান। ভেরেইনে ৫ রান দূরে থাকতে অর্ধশতক মিস করলেও (৪৫), অন্য প্রান্তে আত্মবিশ্বাসী ছিলেন মুথুসামি।

মোহাম্মদ সিরাজের বলে ভেরেইনে আউট হওয়ার পরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি। ২০৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পূর্ণ করেন এই বাঁহাতি। তার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ৪০০ রানের গণ্ডি সহজেই পার করে।

মুথুসামি আউট হওয়ার পর দায়িত্ব নেন মার্কো ইয়ানসেন। শুরুটা সতর্ক হলেও পরে আত্মবিশ্বাসী হয়ে খেলেন অনেক বড় শট। দুর্দান্ত অর্ধশতক পূর্ণ করে এগোতে থাকেন প্রথম সেঞ্চুরির পথে।

কিন্তু শেষ পর্যন্ত কুলদীপ যাদবের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ৯১ বলে ৯৩ রানে থামতে হয় তাকে। মাত্র ৭ রান দূরে ছিল তার স্বপ্নের শতক। এই দুই ব্যাটারের সুবাদেই দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪৮৯ রানের বিশাল স্কোর।

ভারতের হয়ে বল হাতে মোহাম্মদ সিরাজ ১০৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট, কুলদীপ যাদব ৪ উইকেট নিলেও দিয়েছেন ১১৫ রান। এবং জসপ্রিত বুমরাহ ছিলেন সবচেয়ে কৃপণ; ৩২ ওভারে ৭৫ রান দিয়ে ২ উইকেট। এছাড়া নিথিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর উইকেটহীন।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে দিনের শেষ ৩০ মিনিটে ব্যাট হাতে নামেন যশস্বী জয়সওয়াল ও কে. এল. রাহুল। ক্লান্তির কোনো ছাপ না রেখেই বল হাতে আসেন মার্কো ইয়ানসেন। তার বাউন্সে বারবার বিপদে পড়লেও দুই ভারতীয় ওপেনার সাবধানী ব্যাটিংয়ে টিকে যান।

৬.১ ওভার ব্যাট করে ৯ রান তুলতেই আলো জটিলতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আম্পায়াররা স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন।