ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ আটক ৫

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:২৬ পিএম
অসামাজিক কার্যক্রমের অভিযোগে আটক পাঁচ। ছবি রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন টেংগারচর ইউনিয়নের বড়ুইকান্দি ভাটেরচর এলাকার ‘ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটির মালিক রাসেল খন্দকার। নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামের একজন ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গেস্ট হাউস পরিচালনা করছিলেন।

হোটেলটিতে নিয়মিত সন্দেহজনক ব্যক্তির যাতায়াত দেখা গেলেও গতকাল স্থানীয়রা সরাসরি বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানার একটি টহল দল গিয়ে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথি আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।

এ বিষয়ে বাড়ির মালিক রাসেল মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাসেল খন্দকার এই অসামাজিক কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। দীর্ঘদিন যাবৎ এখানে এ অপকর্ম সংঘটিত হচ্ছে; কিন্তু রাসেল খন্দকারের প্রভাব এবং তার মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসী বাহিনীর কারণে কেউ মুখ খুলতে চায় না।

অপকর্মের এ প্রতিষ্ঠানটি গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে মাত্র দেড়শ মিটার দূরে। যা শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বর্তমান প্রজন্মের জন্য এটি মারাত্মক হুমকি।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মোকাম্মেল হোসেন বলেন, এমন অসামাজিক কার্যকলাপ কখনোই কাম্য নয়। এটির প্রভাবে যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এ চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা জরুরি।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন বলেন, এসব কর্মকাণ্ড সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। না হলে অচিরেই সমাজ এবং রাষ্ট্র বড় হুমকির মুখে পড়বে।