শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০ জানুয়ারি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশনারবৃন্দদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচনবিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না শাকসু নির্বাচন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে।


