ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিরাপদে বাড়ি ফিরতে বাস দিল জবি প্রসাশন

জবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:১২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস। ছবি: রূপালী বাংলাদেশ

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারিক বিন আতিক বলেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতে বাস ছাড়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ৮ টা থেকে ৮.৩০ টা এর মধ্যে বাসগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

তিনি আরো বলেন, রংপুর বিভাগে ৩ টি এবং বাকি বিভাগগুলো তো ২ টি করে বাস দেয়া হবে। ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব এবং নিরাপদে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা করছে, এই পদক্ষেপ শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমাবে।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ ও সামাজিক মাধ্যম পেজে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে বলা হয়েছে।