ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

কলমাকান্দায় ওয়ানগালা খ্রীষ্ট রাজার পর্ব উদযাপিত 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:১৯ পিএম
কলমাকান্দায় ওয়ানগালা খ্রীষ্ট রাজার পর্ব উদযাপন করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ওয়ানগালা খ্রীষ্ট রাজার পর্ব উদযাপন করা হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকালে বালুচড়া মিশনের আয়োজনে ও কারিতাস আলোক প্রকল্প ময়মনসিংহের সহায়তায় এই অনুষ্ঠান উদযাপন হয়।

আদিবাসীদের এই উৎসবের মাধ্যমে শস্য ফসলের ভালো ফলন ও শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে নতুন ফসল ঘরে তুলার অনুমতি চেয়ে আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনা করে’ গারো সম্প্রদায়ের মানুষ পালন করেছেন ওয়ানগালা নবান্ন উৎসব।

অনুষ্ঠানে রেভা ফাদার প্লিনসন মানখিনের সভাপতিত্বে উদ্বোধন করেন গোত্র প্রধান (খামাল), সহকারী পাল পুরোহিত রেভা ফাদার তপন মাইকেল ম্রং।

আরও উপস্থিত ছিলেন-মি. মুকুট স্নাল, সুজিত মানখিন, চালস নকরেক, নিশিকান্ত জাম্বিলসহ খ্রিস্টীয় ধর্ম অনুসারীরা।