ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভারতীয় নাগরিক সেই সখিনা বেগমের জামিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৪৬ পিএম
ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের শিকার সখিনা বেগম। ছবি- সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের শিকার সখিনা বেগমকে (৬৮) জামিন দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।

রবিবার (২৩ নভেম্বর) উক্ত আদালত এ নির্দেশ দেন।

৬৮ বছর বয়সী সকিনা বেগম এসেছেন ভারতের আসাম থেকে। তার পরিবার ও তিনি দাবি করেছেন—ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে।

আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সকিনাকে গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ভাসানটেক পুলিশ তুলে নেয়। এর আগেই তাকে নিয়ে বিবিসি বাংলায় করা একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে সকিনা এবং আসামে থাকা তার পরিবার অভিযোগ করে—বিএসএফ তাকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাসানটেক থানার সাব-ইন্সপেক্টর শেখ মো. আলী সনি গত ২৫ সেপ্টেম্বর সকিনার বিরুদ্ধে একটি মামলা করেন। পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের জন্য 'দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২'-এর অধীনে তার বিরুদ্ধে মামলাটি হয়।