আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও হুমকি-ধামকি দিয়ে জমি জবরদখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।
শনিবার (২২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি দক্ষিণ বঠিনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মন (৬২) সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মনের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আবু তালেব (৪৮), আব্দুল গফ্ফার (৫০)-সহ আরও কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে কৈলাশ চন্দ্র নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন, যা ঠাকুরগাঁও সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শনিবার সকালে আবু তালেব ও আব্দুল গফ্ফারসহ ১২ জনের একটি দল লাঠিসোটা, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জবরদখলের চেষ্টা চালায়। খবর পেয়ে কৈলাশ চন্দ্র ঘটনাস্থলে গেলে আসামিরা তাকে দেখে হুমকি দিয়ে বলে—‘তুই ভালোয় ভালোয় এখান থেকে সরে যা, পরিবার নিয়ে ভারতে চলে যা। না হলে পরিবারের লোকজনকে হত্যা করে পুঁতে রাখব।’ তার করা মামলা তুলে না নিলে হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকিও দেয়।
ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মন বলেন, ‘জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি। মামলা চলমান থাকা সত্ত্বেও আবু তালেব, আব্দুল গফ্ফার ও নজরুল জোর করে দখল নিতে এসেছে। আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। কখনো বলে জমি ছাড়ো, না হলে দেখে নেবে। আবার কখনো বাড়ির সামনে এসে গালিগালাজ করে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘এসব কথা শোনার পর থেকে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে আছি। কখন কী হয় বলা যায় না। আমরা আইনের ওপর ভরসা করি, তাই থানায় অভিযোগ করেছি। নিরাপত্তা নিশ্চিত করা হোক। জমির বিষয়ে ন্যায়বিচার পাওয়া আমাদের একটাই দাবি।’
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য বিশু মোহাম্মদ বলেন, ‘দীর্ঘদিন ধরে দেখি জমিটা কৈলাশের দখলে আছে। মাঝখানে একটু ঝামেলা হয়েছিল। পরে ২০২১ সালে মামলা হয়। যেহেতু মামলা চলমান, তাহলে কেন আবু তালেবরা লোকজন নিয়ে দখল করতে আসছে? রায় যার পক্ষে যাবে, সে-ই দখলে নেবে। হুট করে লাঠিয়াল বাহিনী নিয়ে আসার কারণ কী?’
তিনি আরও বলেন, ‘আদালতের রায়ের মাধ্যমে সমাধান হওয়া উচিত। জোর করে জমি দখল বা প্রাণনাশের হুমকি মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’
স্থানীয়দের একাধিক সূত্রে জানা যায়, আবু তালেবের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, গ্রামে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নারীসংক্রান্ত ঘটনা এবং জমি দখলের অভিযোগ শোনা যায়। কয়েক মাস আগে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই নারী সংবাদ সম্মেলন করে ও দিনাজপুরে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর বিএনপি কেন্দ্র থেকে আবু তালেবকে আকচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। ইউনিয়নের লোকজন তার বিরুদ্ধে জেলা বিএনপি নেতাদের কাছেও বহু অভিযোগ দিয়েছেন।
তারা আরও বলেন, ‘আবু তালেব আওয়ামী লীগ সরকার পতনের পর বেপরোয়া হয়ে ওঠেন। আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়িঘর দেখাশোনার দায়িত্বও তিনি নিয়েছেন বলে এলাকায় শোনা যাচ্ছে। এমনও অভিযোগ রয়েছে যে সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।’
এ প্রসঙ্গে আবু তালেব, আব্দুল গফ্ফার ও নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জমিটি আমাদের ভোগদখলে রয়েছে। আমরা ক্রয়সূত্রে জমির মালিক। রাজনৈতিকভাবে হয়রানি করতে কিছু লোক বিষয়টি কাজে লাগাচ্ছে। আমরা কারও জমি দখল করতে যাইনি, কাউকে হুমকি দিইনি।’
তারা আরও বলেন, ‘নারীসংক্রান্ত বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও ভিত্তিহীন। সাজানো অভিযোগ দিয়ে আমাদের রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তদন্ত চলছে। প্রমাণ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



