ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

লামায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পদযাত্রায় পাহাড়ি-বাঙালির ঢল

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৩১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবানের লামায় ৩০০ নম্বর আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদযাত্রায় পাহাড়ি-বাঙালির ঢল নেমেছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে লামা উপজেলা বাজারে বিএনপির ব্যানারে মনোনয়ন-বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এ কর্মসূচি পালন করেন।

লামা বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পদযাত্রায় লামা উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার পাহাড়ি-বাঙালি তৃণমূলের কয়েক হাজার মানুষ ধানের শীষ প্রতীক, ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

বান্দরবান-৩০০ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টানা চতুর্থ দিনের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বক্তব্য দেন: লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শাহীন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, পাহাড়ি নেতা কই হ্লাচিং মারমা ও মিসেস উসা মা প্রু।

বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের সময় টানা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন জাবেদ রেজা। এমনকি বাড়িতেও তিনি নিশ্চিন্তে থাকতে পারেননি।

বক্তারা আরও বলেন, ১৯৯৬ সালের প্রতিদ্বন্দ্বিতাহীন ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বান্দরবান-৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকা সত্ত্বেও বিএনপি আর কোনো নির্বাচনে জয়ী হতে পারেনি—কেবল যোগ্য ও ত্যাগী কর্মীদের মনোনীত প্রার্থী না দেওয়ার কারণে।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপিকে বিজয়ে নিতে হলে জাবেদ রেজার বিকল্প নেই। যে প্রার্থীকে দেওয়া হয়েছে, তিনি এলাকায় গণসংযোগে মানুষের সাড়া পাননি; বরং বাইরে থেকে ১,২০০ গাড়ি এনে সমাবেশ করতে হয়েছে। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে জাবেদ রেজাকে পুনর্মূল্যায়ন করতে হবে।’