ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সান্তোসের দুশ্চিন্তা বাড়াল নেইমারের বিশ্রাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:১৫ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন নেইমার। সান্তোসে নিজেকে ধীরে ধীরে খুঁজে পাচ্ছিলেন বলে মনে হলেও, ব্রাজিলীয় এই ফরোয়ার্ডকে তার ক্লাব নতুনভাবে উদ্বিগ্ন হয়ে পড়তে হলো।

গ্লোবো এসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মিরাসোলের বিপক্ষে ম্যাচের পর থেকেই নেইমার রেই পেলি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে অনুশীলন করছেন না, শুধু জিমে কাজ করে আছেন যাতে তার হাঁটুর সমস্যা আরও জটিল না হয়।

সান্তোসের জন্য পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরালো রিলিগেশন লড়াইয়ে লিপ্ত এই ক্লাবটি তাদের তারকা খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ পর্বের আগে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কোনো গুরুতর আঘাত ধরা পড়েনি, তবুও সতর্কতার পক্ষেই কোচিং স্টাফরা ঝুঁকি নিতে চাইছেন না। পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে সম্পূর্ণ ফিট অবস্থায় রাখাই প্রধান লক্ষ্য, বিশেষ করে আগামী শুক্রবার স্পোর্টের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের আগে।

সাম্প্রতিক তিনটি ম্যাচে খেলায় শুরু থেকে নেইমার দলের মধ্যে প্রাণবন্ততা নিয়ে আসলেও, ফলাফল ছিল মিশ্র। পালমেইরাসকে হারানো, ফ্লামেঙ্গোর কাছে হারা, আর মিরাসলের সঙ্গে ড্র। তবে পরবর্তী ম্যাচে তিনি মাঠে থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।

বর্তমানে ৩৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে থাকা সান্তোস আর কোনো ভুলের সুযোগ রাখে না। নেইমারের সম্ভাব্য অনুপস্থিতি ক্লাবের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে, যা তাদের মর্যাদার লড়াইকে আরও জটিল করে তুলেছে।