দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট কোপা সুদামেরিকানার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লানুস ও আতলেতিকো মিনেইরো। তবে ম্যাচটিকে ঘিরে উত্তেজনা শুধু শিরোপা লড়াই নয়, আলোচনার কেন্দ্রে আরও এক প্রতিদ্বন্দ্বিতা—দুই আর্জেন্টাইন কোচ মরিসিও পেলেগ্রিনো ও হোর্হে সাম্পাওলির পুনর্মিলন। প্রায় এক দশক পর আবারও বেঞ্চ-যুদ্ধে নামছেন তারা।
দু’জনের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৬–১৭ লা লিগায়। তখন আলাভেসের দায়িত্বে ছিলেন পেলেগ্রিনো, আর সেভিয়ার কোচ সাম্পাওলি। সেই মৌসুমে তাদের দুই ম্যাচে সেভিয়ার একটি জয় ও একটি ড্র হয়েছিল।
অর্থাৎ কখনও সাম্পাওলিকে হারাতে পারেননি পেলেগ্রিনো। এবার আসুনসিওনে তাকে সামনে রেখে শিরোপা লড়াই—পুরনো হিসাব মেটানোর সুযোগ।
ভেলেজ সার্সফিল্ডের হয়ে কার্লোস বিআঙ্কির হাতে কোপা লিবার্তাদোরেস জয়ের অভিজ্ঞতা রয়েছে পেলেগ্রিনোর। কিন্তু কোচ হিসেবে এখনো বড় শিরোপার দেখা পাননি।
ভ্যালেন্সিয়া, এস্তুদিয়ান্তেস, ইনডিপেনদিয়েন্তে, সাউদাম্পটন, লেগানেস, কাদিজ ও উনিভেরসিদাদ দে চিলের মতো ক্লাবে দায়িত্ব পালন শেষে লানুসে এসে নতুন করে আন্তর্জাতিক লড়াইয়ের স্বপ্ন আঁকছেন তিনি।
লানুস এরই মধ্যে তিন নম্বর সুদামেরিকানা ফাইনালে উঠেছে—২০১৩ সালে শিরোপা জিতে, ২০২০ সালে হেরে। এবার পেলেগ্রিনোর হাতে কি বদলাবে সেই ইতিহাস?
অন্যদিকে সাম্পাওলি যেন ঘুরে বেড়ানো বৈশ্বিক কৌশলবিদ। উনিভেরসিদাদ দে চিলের হয়ে ২০১১ সালের সুদামেরিকানা জেতা, ২০১৫ সালে চিলিকে দিয়ে কোপা আমেরিকা জয়—কোচিং ক্যারিয়ারে তার রফতানি বহু।
দ্বিতীয়বার আতলেতিকো মিনেইরোর দায়িত্ব নিয়ে তিনি এখন খুঁজছেন এমন একটি ট্রফি, যা তাদের ক্লাব-ইতিহাসে একমাত্র অপূর্ণ অধ্যায়। লিবার্তাদোরেস, রেকোপা, কোপা কনমেবল—সবই আছে মিনেইরোর ঝুলিতে; নেই শুধু সুদামেরিকানা।
এ বছরের ফাইনাল ঘিরে আলোচনায় এসেছে সুদামেরিকানার পরিসংখ্যানও। কোন দেশের ক্লাব সবচেয়ে বেশি শিরোপা জিতেছে? তালিকার শীর্ষে আর্জেন্টিনা— এই দেশে ক্লাবের মধ্যে বোকা জুনিয়র্স, ইনডিপেনদিয়েন্তে, সান লরেঞ্জো, আর্সেনাল, লানুস, রিভার প্লেট, দেফেন্সা ই হুস্তিসিয়া ও রেসিং মিলিয়ে দশটি শিরোপা। ব্রাজিলের রয়েছে পাঁচ ক্লাব, আর ইকুয়েডরের চারটি ক্লাব।
ক্লাব পর্যায়ে সর্বোচ্চ শিরোপা জয়ী পাঁচ দল—বোকা, ইনডিপেনদিয়েন্তে, আতলেতিকো পারানায়েন্সে, লিগা দে কুইতো ও ইনডিপেনদিয়েন্তে দেল ভায়ে—প্রত্যেকেরই দুটি করে খেতাব।
লানুস যদি এবার জেতে, যোগ হবে তারা। আর আতলেতিকো মিনেইরো জিতলে প্রথমবারের মতো সুদামেরিকানা জিতবে এবং সম্পূর্ণ হবে তাদের আন্তর্জাতিক সাফল্যের তালিকা।



