ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের রাতভর অবস্থান

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:০৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করায় ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। বাধ্যতামূলক হল বন্ধ স্থগিত, নিরাপদ আবাসনের নিশ্চয়তা ও সিদ্ধান্তের নেপথ্যে জবাবদিহিসহ তিন দফা দাবি তুলে ধরেন তারা।

শনিবার (২২ নভেম্বর) রাত থেকেই শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে জড়ো হতে থাকেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি। 

তাদের দাবি, ডাকসু নেতারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন না; বরং ‘তৃতীয় পক্ষের প্রভাবেই’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ভূমিকম্প ও পরবর্তী পরিস্থিতিকে জরুরি উল্লেখ করে ঢাবি প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে রোববার বিকেল পাঁচটার মধ্যে সব আবাসিক হল খালি করতে বলা হয়।

শিক্ষার্থীদের প্রশ্ন, হঠাৎ হল খালি করতে বললে তারা কোথায় যাবে? নিরাপদ আবাসনের বিষয়ে প্রশাসনের কাছ থেকে তারা কোনো স্পষ্ট পরিকল্পনা দেখছেন না। তাই সমাধান না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তারা।