বাংলাদেস ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’ প্রশিক্ষণ পেয়েছেন জামালপুর ও ময়মনসিংহের ৬০ জন নারী উদ্যোক্তা। ২০ থেকে ২২ অক্টোবর জামালপুরে এবং ২১ থেকে ২৩ অক্টোবর ময়মনসিংহে অনুষ্ঠিত হয় এই তিন দিনব্যাপী দুটি কর্মশালা, যেখানে অংশ নিয়েছিলেন উভয় জেলা থেকে ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, ব্র্যাক ব্যাংকের এসএমই ডিভিশনের স্মল বিজনেস ইউনিটের টেরিটরি ম্যানেজার (জামালপুর) মো. ইকবাল হোসেন।

