ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যাংকাস্যুরেন্স দাবি বাবদ সর্বমোট ৩৬ লাখ টাকা পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের ব্যাংকাস্যুরেন্স পার্টনার প্রাইম ব্যাংকের ৯ জন গ্রাহকদের মৃত্যু ও স্বাস্থ্য বিমা বাবদ ওই টাকা পরিশোধ করা হয়। পরিশোধিত বিমা দাবির প্রতিটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হয়, যা ন্যাশনাল লাইফের দ্রুত দাবি নিষ্পত্তির অনন্য উদাহরণ। সর্বশেষ ২০ নভেম্বর ২০২৫ প্রাইম ব্যাংকের গ্রাহক মো. আমিনুল ইসলামের স্বাস্থ্য বিমা দাবির চেক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কাজিম উদ্দিন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরীর কাছে চেকটি হস্তান্তর করেন। এ সময় ন্যাশনাল লাইফের ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান এসএম বাকী বিল্লাহ ও প্রাইম ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান মিয়া মো. রবিউল হাসান উপস্থিত ছিলেন। চেক হস্তান্তর শেষে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে বিমার প্রতি মানুষের আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় ব্যাংকাস্যুরেন্স অন্যতম কার্যকর ভূমিকা পালন করবে। ন্যাশনাল লাইফ দ্রুত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি লাভে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। আগামীতে ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে ন্যাশনাল লাইফের বিমা সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে।

