ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ইউসিবিতেই পাওয়া যাবে ইন্স্যুরেন্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:২২ এএম

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বিমা সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। জীবন বিমা এবং সাধারণ বিমা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা ইউসিবির যেকোনো শাখা থেকে এই সুবিধা নিতে পারবেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকাস্যুরেন্স পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।