সাম্প্রতিক ভূমিকম্প ও ধারাবাহিক আফটার শকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাডেমিক কার্যক্রম আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীরা যাতে নিরাপদে নিজ নিজ এলাকায় ফিরতে পারেন, এ উদ্দেশ্যে বিভাগীয় শহরগুলোর দিকে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়ার প্রক্রিয়া চলমান।
তিনি লেখেন, ‘বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ, প্রসেস চলছে।’ পাশাপাশি, কোন অঞ্চলের জন্য চাহিদা বেশি, তা জানাতেও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি।
গণমাধ্যমকে তিনি জানান, সোমবার (২৪ নভেম্বর) দুপুরের পর থেকেই বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতেই বাস বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

