ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ উইন্ডিজ

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০১ এএম

সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে জিতেছে কিউইরা। তাদের জয়ের নায়ক ম্যাট হেনরি। হেনরির দারুণ বোলিংয়ের পর মার্ক চ্যাপম্যানের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ওয়ানডেতে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের জবাব খুব একটা দিতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। অল্প পুঁজি নিয়ে ক্যারিবিয়ান বোলাররা লড়াইয়ের চেষ্টা করল বেশ। তবে লক্ষ্য ছোট থাকায় শেষ পর্যন্ত খুব সমস্যায় পড়তে হলো না কিউইদের। হ্যামিল্টনে গতকাল শনিবার ক্যারিবিয়ানদের ইনিংস ১৬১ রানেই শেষ হয় ৩৬.২ ওভারে। কোনো ব্যাটসম্যানই স্পর্শ করতে পারেননি ৪০ রান। ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ওয়ানডে ক্যারিয়ারে ৯২ ইনিংসেই ১৩ বার ৪ উইকেটের স্বাদ পেলেন এই পেসার, ৫ উইকেট নিয়েছেন আরও তিন দফায়। রান তাড়ায় শুরুটা ভালো না হলেও মার্ক চ্যাপম্যানের ফিফটিতে কিউইরা ম্যাচ শেষ করে দেয় প্রায় ২০ ওভার বাকি রেখেই। টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল বেশ আগ্রাসী। তৃতীয় ওভারেই হেনরিকে ২টি ছক্কা মারেন আকিম ওগিস। প্রথম চার ওভারে রান ওঠে ৩০। দুই ছক্কার জবাবে পরের ওভারেই ২ উইকেট আদায় করে নেন হেনরি। ৩ বলের মধ্যে তিনি ফিরিয়ে দেন ওগিস (১৭) ও কেসি কার্টিকে। আরেক ওপেনার জন ক্যাম্পবেলের শুরুটাও ছিল ভালো। কাইল জেমিসনের ১ ওভারে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। কিন্তু তাকে ২৬ রানে ফিরিয়ে শোধ তোলেন জেমিসনও। আগের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করা শেই হোপ (১৬) ফেরেন জ্যাক ফোকসের লেগ স্টাম্পে বাইরের বলে। আশা জাগিয়েও বড় কিছু করতে পারেননি শেরফেন রাদারফোর্ড (১৯)। পেসারদের ছোবলের পর মিচেল স্যান্টনারের জোড়া ছোবলে ক্যারিবিয়ানদের রান হয়ে যায় ৭ উইকেটে ৯৫। এরপর রোস্টন হেইস কিছুক্ষণ লড়াই করে ৩৮ রানের ইনিংস খেলেন। দশে নেমে খ্যারি পিয়ের ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে পার করান ১৬০। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হেনরি। ৭ উইকেট নিয়ে সিরিজের সেরা জেমিসন। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে শুরু ২ ডিসেম্বর, পরেরটি ওয়েলিংটনে ১০ ডিসেম্বর।