ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

কফি খেতে খেতে প্রেম, অতঃপর বিয়ে

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:১৩ এএম

জীবনের দ্বিতীয় ইনিংশ শুরু করলেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় হাস্যোজ্জ্বল অভিনেত্রী মায়মুনা মম। গত শুক্রবার পারিবারিক আয়োজনে পছন্দের পাত্রকে বিয়ে করেছেন তিনি। মমর স্বামী পেশায় প্রযোজক-পরিচালক, নাম রাফায়েল আহসান নওমী। গত বছরের এপ্রিলে তাদের পরিচয় থেকে প্রেম, অতঃপর বিয়ে।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে মায়মুনা মম দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘গত বছর এপ্রিলে রাফায়েল আমাকে নক করে কফি খাওয়ার জন্য। এরপর একদিন সুযোগ করে দেখা করি। তখন সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তখন থেকেই আমাদের কথা হতো। বলা যায়, কফি ডেট থেকে প্রেম (হা..হা...)। প্রেমটা দুই পরিবারকে জানালে তারা বিয়ের আয়োজন করেন। হুট করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখনো হানিমুন নিয়ে পরিকল্পনা করিনি। এরই মধ্যে সুযোগ করে কোথাও হয়তো যাওয়া হবে।’

প্রেম করলেও এখন পর্যন্ত রাফায়েলের প্রযোজনা কিংবা পরিচালনায় কাজ করা হয়নি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘প্রেমের পর আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি। প্রেমের আগে কাজের প্রস্তাব এসেছিল তবে ব্যাটে বলে মিলেনি বলে হয়নি। যদিও সেটা প্রেমের পর জানতে পারি। তা ছাড়া আমাদের প্রেম হওয়ার পর সে নতুন প্রডাকশন করেনি।’

বিয়ের পর কাজে ভাটা পড়বে না জানিয়ে মম বলেন, ‘আমি যেভাবে কাজ করতাম সেভাবেই কাজ করে যাব। রাফায়েলের এ নিয়ে সমস্যা নেই। আমাকে নিয়েই কাজ করতে হবে এমন বাধা নেই। তার কাজেও স্বাধীনতা আছে। উভয়ই পছন্দ মতো করব।’

মডেল-অভিনেত্রী মায়মুনা মম বিজ্ঞাপন, একক ও ধারাবাহিক নাটক এবং চলচ্চিত্রÑ সবখানেই নিজেকে মেলে ধরেছেন। পাশাপাশি করেন উপস্থাপনাও। তার শুরুটা ২০১৫ সালে আরজে হিসেবে। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনে কাজ করেন। একই নির্মাতার ‘আয়েশা’ নামের টেলিফিল্মে কাজ করে আলোচনায় আসেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন মম।

কয়েক দিন বিশ্রাম নিয়ে নতুন কাজ শুরু করবেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত কাজ বন্ধ রাখছি না। কারণ, সামনে ঈদ তাই কাজের চাপ আছে। তা ছাড়া আমার তিনটি ধারাবাহিক চলছে, তারও ব্যস্ততা আছে। আগের মতো আমাকে নিয়মিতই কাজে পাওয়া যাবে।’

মম অভিনীত তিনটি প্রচার চলতি ধারাবাহিক হচ্ছে ‘ম্যানেজ মাস্টার’, ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘খুশবু’। প্রথম দুটি আরটিভিতে এবং শেষের ধারাবাহিকটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। এ ছাড়াও মমর মুক্তির অপেক্ষায় আছে সিনেমা ‘বনলতা সেন’ এবং কয়েকটি একক নাটক।

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তি চরিত্র বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটিতে অভিনয় করেছেন মম। ‘বনলতা সেন’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ, চলছে মুক্তির প্রস্তুতি। জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মাইমুনা মম।