বগুড়ার আদমদীঘিতে একই রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মিলঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ঘরে রাখা ধান ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, গত শুক্রবার রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিলঘরের দরজার তালা ভেঙে ২০ মণ ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগের তার, যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে। একই রাতে চোরচক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের মেইন লাইনের খুঁটি থেকে ৪৫ হাজার টাকার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়।

