আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নওগাঁর মান্দায় উপজেলা জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির খন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে এই শোভাযাত্রা করা হয়।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে ফেরিঘাট নওগাঁ-রাজশাহী মহাসড়ক হয়ে জলছত্র মোড় হয়ে পাঁজরভাঙ্গা, জোতবাজার, প্রসাদপুর সদর হয়ে সবাইবাজারে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় প্রায় ৫ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শোভাযাত্রায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান খন্দকার আব্দুর রাকিব।

