মধ্যরাতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে কলেজের প্রধান ফটকের কাছে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ রাত ১টার সময় ওসি জানান, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। তবে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

