রাঙামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগে কোটা বিরোধী ঐক্য জোট ও সাধারণ ছাত্র সমাজ আগামী সোমবার (২৪ নভেম্বর) থেকে জেলা পরিষদের অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন। শনিবার (২২ নভেম্বর) রাতে রাঙামাটি শহরের বনরুপাস্থ আলিফ মার্কেটের সামনে থেকে এই ঘোষণা দেন কোটা বিরোধী ঐক্য জোট নেতৃবৃন্দ।
এসময় রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নুরুল আলম সাংবাদিকদের জানান, আমারা জেলা পরিষদকে সময় দিয়েছি। তাই রোববার সন্ধ্যা ৫টা পর্যন্ত অপেক্ষা করে কোনো সুরাহ না পেলে সোমবার সকালে থেকে রাঙামাটি জেলা পরিষদে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন পালন করব। তা-ও যদি না হয়, তাহলে কোটা বিরোধী ঐক্য জোট জেলা পরিষদ চেয়ারম্যানসহ গোটা পরিষদকে পদত্যাগ করাতে বাধ্য করাব। শনিবার রাতে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান সাংবাদিকদের যে বার্তা দিয়েছেন তা-ও স্পষ্ট নহে। তাই ব্যর্থতার দায়ে চেয়ারম্যানসহ গোটা পরিষদকে পদত্যাগ করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন। প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ। পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা। নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ। নিয়োগপরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা। ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি না এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান।

