ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পালিয়ে গিয়ে নায়কের বাসায় রাত কাটাচ্ছেন মাহি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৮:৫৮ পিএম
নায়ক মারুফ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি- রূপালী বাংলাদেশ

স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে সুপরিচিত বিতর্কিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে গেলে প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি ভারত হয়ে পালিয়ে গিয়ে নিউইয়র্কে ঠাঁই নিয়েছেন চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। এখন সেখানেই কাটছে এই নায়িকার দিন–রাত! চেষ্টা করছেন নিউইয়র্কে স্থায়ী হওয়ার। সম্প্রতি সেখানে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন বলেও সূত্রের খবর।

এদিকে, মাহিয়া মাহি গত শুক্রবার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের একটি শোতে অংশ নেন। এই অভিনেতার সঞ্চালনায় ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অতিথি হয়েছিলেন মাহি। সেখানেই জানান, তিনি এখন নায়ক মারুফের সঙ্গে তারই বাসায় থাকছেন। সে সময় তিনি তার পছন্দের খাবার শুটকি ভর্তা, ভাত ও বিরিয়ানি খাচ্ছেন বলেও জানান।

দীর্ঘদিন ধরে নতুন কাজের খবরে নেই মাহিয়া মাহি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই ছিলেন আড়ালে। ছিটকে পড়েন সিনেমা থেকেও। দীর্ঘ এক বছর ছিলেন বেকার। রয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া থেকে নতুন একটি সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, ‘অন্তর্যামী’ সিনেমা দিয়ে জাজে ফিরছেন মাহি। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।

তবে সূত্রের খবর, জাজের ‘অন্তর্যামী’ সিনেমাটি হচ্ছে না। এই সিনেমার ঘোষণার পর পরিচালক সৈকত নাসিরও এক স্ট্যাটাসে জানান, তিনি এ ব্যাপারে অবগত নন।