ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মহাখালীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৯:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

আজ রাতে মহাখালী এলাকায় (গুলশান-বাড্ডা লিংক রোড) একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মহাখালী খাজা টাওয়ারের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে কে বা কারা ওই বাসটিতে আগুন দেয়। তবে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। 

এ বিষয়ে জানতে তেজগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমাদের কন্ট্রোল রুমকে জানানো হয়। আমরা প্রস্তুতি নেওয়ার পর ওই স্থানে কর্মরত পুলিশের একজন উপপরিদর্শকের মাধ্যমে জানতে পারি আগুন স্থানীয়দের সহযোগিতায় নিভিয়ে ফেলা হয়েছে। তবে আমরা প্রস্তুত ছিলাম।

বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার রূপালী বাংলাদেশকে বলেন, গুলশান-বাড্ডা লিংক রোডে এই আগুনের ঘটনা ঘটে। চলন্ত বাসে  আগুন কিভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।