বগুড়ার আদমদীঘিতে বিয়ে করার আবদার কালক্ষেপণ করায় পিতা-মাতার ওপর অভিমান করে জামিউল ইসলাম (২১) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আদমদীঘি উপজেলার দেলুঞ্জ গ্রামের মনসুর আলী মিঠুর ছেলে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার দেলুঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামের মনসুর আলী মিঠুর ছেলে জামিউল ইসলাম বিয়ে করার জন্য কয়েকদিন আগে পিতা-মাতার কাছে আবদার করে। ছেলের আবদার শুনে তার পিতা-মাতা ৩/৪ মাস পর বিয়ে করাবে বলে জামিউলকে জানান। এদিকে তার পিতা-মাতা বিয়ে দেওয়ার বিষয়ে কালক্ষেপণ করায় ছেলে জামিউল ইসলাম তার পিতামাতার ওপর অভিমান করে শনিবার দুপুরে নিজ বাড়ির মাটির দ্বিতলা ঘরের তালার আড়ার সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় জানানোর পর পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মামলা করা হয়েছে।

