ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে কুড়িগ্রাম জেলা শহরের সঙ্গে যুক্ত করতে রৌমারী-চিলমারী রুটে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের দাবিতে জনমত সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রৌমারীর ফলুয়ারচর নৌঘাট এলাকায় সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি চলে। এর আয়োজন করে ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ। জনমত ও গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন, ‘এ জনমতকে ভিত্তি করে আমরা সরকার প্রধানের কাছে আবেদন জানাব। এই সেতু হলে চার বিভাগের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হবে; ঢাকার সঙ্গেও দূরত্ব কমে যাবে। এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হবে। গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।’
স্থানীয়রা জানান, ‘রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে কয়েক ঘণ্টা সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন পারাপারে ঝুঁকি থাকে। এ রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারও লক্ষ লক্ষ টাকা রাজস্ব পাবে। তাই রৌমারী-চিলমারী সেতু বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’
সেতুর দাবিতে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের এস এম মোমেন, নুর আলম খান হিরো, প্রধান সংগঠক মাজু ইব্রাহিম, মোস্তফা কামাল, মাহমুদুল হাসান মাসুদ, লিমন বাদশা, শওকত আলী মণ্ডল, শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ উদ্দিন ও নাজমুল আলম প্রমুখ।



