ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীতে ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৭:২৯ পিএম
ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

শনিবারের ভূমিকম্পটি আগের দিনের আফটারশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

এছাড়া, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।