বলিউড অঙ্গন ফের তোলপাড়। মাদকচক্রের পুরনো ছায়া যেন ফের ঘনিয়ে এসেছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি করেছে- দুবাইয়ের বাসিন্দা মহম্মদ সেলিম সুহেল শেখের আয়োজিত কথিত ‘রেভ পার্টি’ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন নেট–তারকা ওরহান অবাত্রামণি ওরফে ওরি এবং শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূর। জানা যাচ্ছে, এই পার্টিতে অংশ নেওয়ার সূত্রেই তাদের নাম উঠে এসেছে তদন্তকারীদের নজরে।
২৫২ কোটির মেফেড্রোন উদ্ধার মামলায় সিদ্ধান্ত কপূর যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ- এমনই খবর ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। একই মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে সুহেল শেখ। জিজ্ঞাসাবাদের সময় তার মুখ থেকেই নাকি উঠে এসেছে ওরি ও সিদ্ধান্তের নাম। বিদেশসহ ভারতের বিভিন্ন শহরে এ ধরনের পার্টি আয়োজন করতেন তিনি, এমন অভিযোগও পাওয়া গেছে। ভারতের কয়েকটি পার্টিতে নাকি উপস্থিত ছিলেন ফ্যাশন দুনিয়ার কিছু পরিচিত মুখ, কয়েকজন রাজনীতিবিদ এবং দাউদ ইব্রাহিমের এক আত্মীয়ও।
ওরিকে এরই মধ্যে তলব করেছিল পুলিশ। নির্ধারিত দিনে হাজিরা দিতে না পারায় তাকে আবারও ২৬ নভেম্বর উপস্থিত হতে বলা হয়েছে। তবে সিদ্ধান্ত কপূরকে ঠিক কবে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে- তা এখনো স্পষ্ট নয়। পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ্য, সিদ্ধান্তের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগ নতুন নয়। ২০২২ সালে বেঙ্গালুরুতে একটি পার্টিতে পুলিশের অভিযানের সময় তাকে আটক করা হয়েছিল। নমুনা পরীক্ষায় পাঁচ জনের রিপোর্ট পজিটিভ আসে, এবং ভারতীয় সংবাদমাধ্যমের দাবি- সিদ্ধান্ত তাদের মধ্যে একজন ছিলেন।
সব মিলিয়ে বলিউডে আবারও নেমেছে মাদক বিতর্কের ঘন কুয়াশা। তারকা, পার্টি আর মাদক- এই ত্রিভুজে নতুন করে জড়িয়ে যাওয়া নামগুলো নিয়ে এখন সরগরম বি–টাউন। তবে তদন্ত চলছে, তাই কোনো তথ্য চূড়ান্ত, তা জানতে অপেক্ষা করতে হবে পুলিশের অফিসিয়াল বক্তব্যের জন্য।


