ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৩:৪৬ পিএম
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও বড় কোনো জটিলতা নেই, তবু চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে আছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রদ্ধা বর্তমানে ‘ঈথা’ নামের একটি বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এটি বিখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর-এর জীবনীচিত্র।

চিকিৎসকরা জানান, ভয় পাওয়ার মতো পরিস্থিতি নয়। ধকল কাটাতে এবং ব্যথা কমাতে তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। শারীরিক অবস্থা উন্নত হলে খুব শিগগিরই তিনি আবারও শুটিং সেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

দুর্ঘটনাটি ঘটে একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের সময়। দৃশ্যটিতে তিনি মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচ পরিবেশন করছিলেন। লাভনি নাচের জন্য তার পরনে ছিল ভারী শাড়ি ও গয়না-মোট প্রায় ১৫ কেজি অতিরিক্ত ওজন। কোমরে বাঁধা ছিল একটি ভারী কোমরবন্ধনী।

দ্রুতলয়ের নাচের এক পর্যায়ে হঠাৎ সেই কোমরবন্ধনী খুলে গিয়ে সজোরে তার পায়ের ওপর পড়ে। এতেই শ্রদ্ধার পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং শুটিং বন্ধ হয়ে যায়।