ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৩:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাওলাদার (৩৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হাওলাদার ওই এলাকার দুলাল হাওলাদারের ছেলে।

নিহতের চাচা লিটন হাওলাদার জানান, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে থাকা একটি রেইনট্রি গাছের ডাল কাটতে ওঠেন হৃদয়। গাছটির সঙ্গে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্ত ছিল। ডাল কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই ঝুলে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত গাছ থেকে নামিয়ে গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’