ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকা টেস্টে বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ডকে দুই টেস্ট সিরিজে ধবলধোলাই করা বাংলাদেশের জন্য আর মাত্র ৪ উইকেটের অপেক্ষা। দিনশেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান, যেখানে তারা ৬ উইকেট হারিয়েছে। ৫৫০ রানের বিশাল লক্ষ্য পূরণ করতে ৩৩৩ রান প্রয়োজন—যা এখন প্রায় অসম্ভব।

শেষ দিনে ব্যাট করার দায়িত্বে আছেন কার্টিস ক্যাম্ফার (৩৪) এবং অপরাজিত ১১ রানে আন্ডি ম্যাকব্রাইন। এদিকে বাংলাদেশকে জযের জন্য প্রয়োজন মাত্র ৪ উইকেট।

চতুর্থ দিনে বল হাতে রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। তিনি অ্যান্ড্রু বালিবির্নিকে এলবিডব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন।

চতুর্থ দিনে তিনি আরও দুই উইকেট নিয়েছেন। আরেকটি উইকেট নিলে তিনি প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের কীর্তি গড়বেন।

এর আগে ১ উইকেটে ১৫৬ রানের চতুর্থ দিন শুরু করতে নেমে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এক রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি সবাই ফিফটি পেয়েছেন।

৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে একটা কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করা দ্বিতীয় ব্যাটার তিনি। তার আগে এই কীর্তি গড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং তো দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন।

মুশফিকের বিপরীতে ফিফটি পেয়েছেন প্রথম তিন ব্যাটার—মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মমিনুল হক। দুই ওপেনার মাহমুদুল (৬০) ও সাদমান (৭৮) সেঞ্চুরি থেকে অনেক দূরে আউট হলেও খুব কাছে গিয়ে পাননি মমিনুল।