ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীতে ফের ভূমিকম্প

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:১০ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এখনো এর মাত্রা জানা যায়নি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

এছাড়া, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।