ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকার শীর্ষ ছিনতাইকারী ২১ মামলার আসামি ‘পিচ্চি আবির’ গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:০৩ এএম
২ সহযোগীসহ গ্রেপ্তার পিচ্চি আবির

রাজধানী ঢাকার কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের নেতৃত্ব দেওয়া পিচ্চি আবির (২৪) ২ সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আবিরের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুজন হলেন- আব্বাস (১৯) ও সিয়াম (১৯)।

পুলিশ জানায়, রায়েরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর অপরাধীদের নিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল পিচ্চি আবির। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট কেরানীগঞ্জের জেলখানা থেকে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও এসআই শহিদুল ওসমান মাসুম অভিযান চালান। জেনেভা ক্যাম্পের পাশে গজনবী রোড থেকে আবিরসহ তিনজনকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই অস্ত্র ও ইলেকট্রিক শক দেওয়ার দুটি যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তারের পর আবিরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে, তার নেতৃত্বে পরিচালিত কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড ও ছিনতাই চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে।